হোর্ডিংয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়! এ কী কাণ্ড বেহালায়?

বেহালায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে পড়লো পোস্টার। ১৪ নম্বর বাসস্ট্যান্ডের কাছে শোভা কাড়ছে বড় বড় হোর্ডিং। সেই সঙ্গে পোস্টারও লাগানো হয়েছে বেহালা নাগরিকবৃন্দের তরফ থেকে।

author-image
Pallabi Sanyal
New Update
justice ganguly

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতি মামলায় জেল খাটছেন বেহালা থেকে নির্বাচিত জনপ্রতিনিধি তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার সেই বেহালায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে পড়লো পোস্টার। ১৪ নম্বর বাসস্ট্যান্ডের কাছে শোভা কাড়ছে বড় বড় হোর্ডিং। সেই সঙ্গে পোস্টারও লাগানো হয়েছে বেহালা নাগরিকবৃন্দের তরফ থেকে। বেহালা ১৪ নম্বরের পূর্ব দিকে এবং পশ্চিম দিকে দুটি বড় হোর্ডিং লাগানো হয়েছে বিচারপতির সমর্থনে। সমর্থনকারীদের বক্তব্য হল, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের জন্যই চাকরি চোররা ধরা পড়ছে।  বিচারপতিকে স্যালুট জানিয়ে  হোর্ডিংয়ে বলা হয়েছে "সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়। কোনও কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। এই সত্য প্রবাদটি দেশের নাগরিকদের সামনে চোখে আঙুল দেখিয়ে দিচ্ছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বাংলার গর্ব অভিজিৎ গঙ্গোপাধ্যায়।"