New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: অবশেষে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল চালু হল। এবার স্নাতকস্তরে ভর্তি শুরু হবে। ওবিসি সংরক্ষণ জটে আটকে ছিল ভর্তি প্রক্রিয়া। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরেও চালু হয়নি ভর্তি প্রক্রিয়া। একজন শিক্ষার্থী ২৫টি জায়গায় আবেদন করতে পারবেন। প্রথম পর্যায়ে আবেদন করার সময়সীমা ১ জুলাই। "অনলাইনে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ", বললেন শিক্ষামন্ত্রী। প্রভিশনাল অ্যাডমিশন নেওয়ার জন্য কোনও শিক্ষার্থীকে কলেজে সশরীরে যেতে হবে না। কাল সকাল ১০টা থেকে পোর্টালে আবেদন করা যাবে।
/anm-bengali/media/media_files/wFgX3tiZA5s9FbbEc1Fb.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us