দারুণ খবর: একলাফে ১০০ টাকা কমে গেলো দাম!

রাজ্যে পোল্ট্রি মুরগির দাম এক লাফে প্রায় ১০০ টাকা কমে গেল। এর কারণ হলো ঝাড়খণ্ডের বার্ড ফ্লু। আপনার এলাকায় এখন মুরগির মাংসের দাম কত?

New Update
chicken

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে পোল্ট্রি মুরগির (Poultry Chicken) দাম এক লাফে প্রায় ১০০ টাকা কমে গেল। এর কারণ হলো ঝাড়খণ্ডের বার্ড ফ্লু (Bird Flu)। একটানা ৬ সপ্তাহের বেশি সময় ধরে অসম সীমান্ত দিয়ে মুরগি সরবরাহ বন্ধ থাকায় বিপুল ক্ষতির মুখে বাংলার ব্যবসায়ীরা (West Bengal)। তাই তারা কম দামে মুরগি রাজ্যের বাজারেই বেচে দিচ্ছে। কিন্তু দাম ১০০ টাকার কাছাকাছি কমে যাওয়ায় খুশি মধ্যবিত্তের মধ্যে। আপনার এলাকায় এখন মুরগির মাংসের দাম কত?