দিল্লি-মুম্বইকে পিছনে ফেলে দিল কলকাতা!

দূষণ! কলকাতার পরিস্থিতি কী রকম? জানালেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : শীত আগমনের আগেই চিন্তা বাড়াচ্ছে দূষণ। দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলির কী অবস্থা, তা সকলেরই জানা। কিন্তু কলকাতা? দূষণের দিক থেকে কলকাতা অনেকটাই নিরাপদ।  বায়ু দূষণের বিষয়ে, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান ডঃ কল্যাণ রুদ্র বলেছেন "কলকাতা অনেক ভালো। আমরা সমগ্র পশ্চিমবঙ্গের ১৭৫টি স্থানে এটি (বায়ু গুণমান) পর্যবেক্ষণ করছি। এমনকি মুম্বাইয়ের থেকেও বায়ুর গুণমান অনেক ভালো। , দিল্লির কথা ভুলে যান। মেট্রোপলিটন শহরগুলিতে, চেন্নাইয়ের কলকাতার তুলনায় একটু ভাল (AQI) আছে কিন্তু দিল্লি এবং মুম্বাইয়ের তুলনায়, কলকাতা আরও ভাল। আমি গর্বিত যে, আমাদের দল AQI পর্যবেক্ষণের সবচেয়ে নিবিড় নেটওয়ার্ক তৈরি করেছে দেশে।"