সাদা কাগজে সাইন করাতে চেয়েছিলেন পুলিশ, ঘরে ঢুকে টাকা অফার করা হয়েছিল- প্রতিবাদের মোড় ঘুরিয়ে দিল তিলোত্তমার পরিবার

কি বলা হল তিলোত্তমার পরিবারের তরফে?

author-image
Aniket
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: আরজি করের প্রতিবাদে অংশ নিয়ে এবার প্রতিবাদের মোড় ঘুরিয়ে দিল তিলোত্তমার পরিবার। আরজি করে নির্যাতিতার পরিবার এরপর সাংবাদিক বৈঠক করে পুলিশের বিরুদ্ধে নিজেদের প্রশ্ন রেখেছেন এবং ক্ষোভ উগরে দিয়েছেন। তারা সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন যা প্রতিবাদের মোড় ঘুরিয়ে দিয়েছে।

x

তারা জানিয়েছেন, তাদেরকে সাদা কাগজে সাইন করাতে চেয়েছিলেন পুলিশ। এমনকি তাদের ঘরে ঢুকে টাকা অফার করা হয়েছিল বলেও দাবি করেছে পরিবার। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, নির্যাতিতার বাবা আরও জানিয়েছেন, পুলিশের হাতে পায়ে ধরেও সেমিনার রুমের ভেতরে প্রথমে ঢুকতে দেওয়া হয়নি। সঙ্গে তিলোত্তমার বাবা বলেছেন, "হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কথা বলেনি। আমরা দেহ রেখে দিতে চেয়েছিলাম। পুলিশের চাপে আমাদের মেয়ের দেহ দাহ করতে হয়"।

k

পুলিশকে সাংবাদিক বৈঠক করে কাঠগোড়ায় তুলে দিয়েছে নির্যাতিতার পরিবার। এছাড়াও নির্যাতিতার পরিবার অনুরোধ করেছে, যদি কোনো ব্যক্তির কাছে কোনও প্রমান থাকে তাহলে যান তারা তা নাম না জানিয়ে যেন পুলিশের হাতে তুলে দেয়। সবশেষে প্রতিবাদ চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন নির্যাতিতার বাবা। তাদের প্রশ্ন থেকে উঠছে আসছে, কি লোকানোর চেষ্টা হচ্ছে? অপরদিকে অভয়ার কাকি দাবি করেছেন, যে তাকে ধাক্কা মারা হয় পুলিশের তরফে।  এই সাংবাদিক বৈঠকের পর প্রতিবাদ আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।

Adddd

. . . . . . . . . . . . . . . . . . . . .