BREAKING: ওসিকে চড়! এসএফআই নেত্রীকে তলব করল পুলিশ

কে সেই নেত্রী?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: ধর্মতলায় ধরপাকড় নিয়ে গতকাল কলেজ স্ট্রিটে তুলকালাম কাণ্ড। জোড়াসাঁকো থানার ওসিকে চড় এসএফআই নেত্রীর। বর্ণনা মুখোপাধ্যায়কে আজ তলব করেছে পুলিশ। কর্তব্যরত পুলিশ কর্মীকে কাজে বাধা দেওয়াসহ একাধিক অভিযোগে জামিনঅযোগ্য ধারায় মামলা রুজু। গতকাল নোটিশ পাঠিয়ে ২৪ ঘণ্টার মধ্যে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে নেত্রীকে।

SFI@50: Solidarity From Across The World