New Update
/anm-bengali/media/media_files/tXfHZbuE1NJBLVJHjPZd.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ আর জি কর কাণ্ডে, কলকাতা মেডিক্যাল কলেজ থেকে এক মিছিল বের করেছিলেন ডাক্তাররা। মিছিলটি আজ লালবাজার পর্যন্ত যাওয়ার কথা ছিল। তবে পুলিশ লালবাজারের আগেই গার্ডরেল নিয়ে মিছিল আটকে দেয় বলে খবর।
/anm-bengali/media/post_attachments/b66be98137dfb1dc0af59328d9ae2d7419cccfe62063d790cea812e06d66c598.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে যে, আজকে লালবাজারের সামনে চিকিৎসকদের ভিড়। তবে একমাত্র দুই চিকিৎসক তথা কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে।
/anm-bengali/media/post_attachments/180fddd9ed05303b88c4cae75d027a06981d0d0615fd541c4b75252266d7ca8a.jpg)
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, তারা দুজনেই তাদের আইনজীবীদের সঙ্গে নিয়ে লালবাজারে উপস্থিত হয়েছেন।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, দুই চিকিৎসক তথা কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে আজ নিহত নির্যাতিতার পরিচয় প্রকাশ এবং গুজব ছড়ানোর অভিযোগে লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল। /anm-bengali/media/post_attachments/1007aa62faa54ee375708db33cfbfb16421277d4a2cd43e18a902d83450224b9.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us