যাদবপুরের মহামিছিল আটকে দিল পুলিশ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের মহামিছিল আজ। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু গোলপার্ক অবধি ছিল এই মিছিল। তবে তার আগেই যাদবপুর থানার কাছে মিছিল আটকে দেয় পুলিশ।

author-image
Jaita Chowdhury
New Update
skuGJDAHabnm,

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: যাদবপুর (Jadavpur) থানার কাছেই বামেদের মিছিল আটকাল পুলিশ। গোলপার্কের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন মিছিলের আয়োজকরা। তার আগেই যাদবপুর থানার কাছেই মিছিল আটকে দেয় পুলিশ। বিরাট পুলিশ বাহিনীর নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের ডিসি বিদিশা কালিতা।

Jadavpur University
ফাইল চিত্র