VIDEO: এই প্রথম সাধারণ নাগরিকের মিছিলে "সহনাগরিক পুলিশ"! বলছেন "উই ওয়ান্ট জাস্টিস"

পুলিশের ভিন্ন রূপ।

author-image
Anusmita Bhattacharya
New Update
Untitled design (13)

নিজস্ব সংবাদদাতা: এবার পুলিশের বিরুদ্ধে রাত দখল অভিযানে হামলার হাজার অভিযোগের মধ্যে এক অন্যরকম ভিডিও উঠে এল। পুলিশকর্মী নিজেই এক নাগরিকের পাশে সহনাগরিকের মত বলছেন "উই ওয়ান্ট জাস্টিস"। 

policepro

হ্যাঁ, এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়া দখল করে ফেলেছে। রাত দখলের অভিযানে এক মহিলা নাগরিকের পাশে পুলিশকর্মী। দাবি করা হচ্ছে এই গতকালের আলিপুরদুয়ারের প্রতিবাদ মিছিলের। এই প্রথম হয়তো পুলিশ কে দেখা গেল অন্যান্য নাগরিকের মতো সহ নাগরিক হিসেবে আর জি কর কাণ্ডের প্রতিবাদ করতে। ওই পুলিশকর্মীকে ঘিরে শ্রদ্ধা উপচে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। 

গতকালের বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা সামনে এসেছে যেখানে বিশেষ করে আলোচনায় উঠে এসেছে বারাসাত এবং মাথাভাঙ্গা। দুই জায়গাতেই অভিযোগ পুলিশের বিরুদ্ধে মিছিল বানচাল করে দেওয়ার। এমনকি এও জানা গেছে যে বারাসাত থানায় ১৮ জন বিক্ষোভকারীকে নিয়ে যাওয়া হয়েছে।

ij

এর আগেই সম্প্রতি জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানের পর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের হাতে তাদের ডেপুটেশন তুলে দেওয়া হয়েছে যেখানে পরিষ্কার তাদের দাবি লেখা রয়েছে যে বর্তমান পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। শুধু তাই নয়, একটি প্রতীকী শিরদাঁড়া নিয়ে ডাক্তাররা প্রতিবাদ করছিলেন যেটা তারা পুলিশ কমিশনারের টেবিলেই রেখে এসেছেন। তার মধ্যেই এই ধরনের একেবারে বিপরীত ছবি ফুটে উঠল যা জনগণের মন জিতে নেওয়ার জন্য যথেষ্ট।

RG Kar Rape and Murder Case | Police commissioner meets junior doctors, who  vow not to stop protest till justice is done in RG Kar - Telegraph India

এর আগেও পুলিশের বিরুদ্ধে নানা ধরনের বিক্ষোভ দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে। কেন পুলিশ আন্দোলন তুমিয়ে দেবার চেষ্টা করছেন এই প্রশ্ন উঠেছে বারবার নানা মহলে। তবে এই ভিডিও সেই চেনা ছবি থেকে একেবারে বাইরের।