'বাংলায় অপরাধীদের দেখে ভয় পায় পুলিশ', বিস্ফোরক সাংসদ

পঞ্চায়েত ভোট মেটার পরেও রাজ্যে সন্ত্রাস অব্যাহত রয়েছে। এদিকে খোদ কলকাতা হাইকোর্ট অবধি রাজ্য নির্বাচন কমিশনের কাজে অসন্তোষ প্রকাশ করেছে। এরই মাঝে বিস্ফোরক মন্তব্য করলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।

author-image
SWETA MITRA
New Update
SUKANTA.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটে হওয়া হিংসা নিয়ে ফের একবার ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সেইসঙ্গে রাজ্যের উন্নয়ন নিয়েও সওয়াল করেন বালুরঘাটের এই বিজেপি সাংসদ। তিনি জানান, ‘পশ্চিমবঙ্গে সব উন্নয়ন কলকাতা কেন্দ্রীয়। উত্তরবঙ্গকে বঞ্চনা করা হয়েছে বলেই পৃথক রাজ্যের দাবি করা হয়েছে। এই রাজ্যে কোনও নির্বাচনই (Panchayat Vote 2023) হয়নি, সবটাই প্রহসন। ফলে রেজাল্ট বেরোবে কী করে। বাংলায় যা হয়েছে লোকসভা ভোটে সেসবের জবাব মানুষ দেবে। বালুরঘাটে বিজেপির শতাংশ ভোট বেড়েছে। ভাঙরে পুলিশ প্রশাসন বলে কিছু নেই। এখানে অপরাধীদের দেখে ভয় পায় পুলিশ। এই রাজ্যের পুলিশের ওপর মানুষের কোনও ভরসা নেই।‘