New Update
/anm-bengali/media/media_files/Fk1iGZYQ9kjLqHVAceMN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটে হওয়া হিংসা নিয়ে ফের একবার ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সেইসঙ্গে রাজ্যের উন্নয়ন নিয়েও সওয়াল করেন বালুরঘাটের এই বিজেপি সাংসদ। তিনি জানান, ‘পশ্চিমবঙ্গেসবউন্নয়নকলকাতাকেন্দ্রীয়।উত্তরবঙ্গকেবঞ্চনাকরাহয়েছেবলেই পৃথক রাজ্যের দাবি করা হয়েছে।এই রাজ্যে কোনওনির্বাচনই (Panchayat Vote 2023) হয়নি, সবটাইপ্রহসন। ফলে রেজাল্ট বেরোবে কী করে। বাংলায় যা হয়েছেলোকসভা ভোটে সেসবের জবাবমানুষদেবে।বালুরঘাটেবিজেপির৬শতাংশভোটবেড়েছে।ভাঙরেপুলিশপ্রশাসনবলেকিছুনেই।এখানেঅপরাধীদেরদেখেভয়পায়পুলিশ।এইরাজ্যেরপুলিশেরওপরমানুষেরকোনওভরসানেই।‘
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us