নবান্ন অভিযান ঘিরে গুরু গুরু রব, লোহার সাজোঁয়া সাজিয়ে প্রস্তুত পুলিশ

হাওড়া ব্রিজে ওঠার মুখে লোহার ব্যারিকেড স্থাপন করা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডের এক বছর পূর্ণ হল শনিবার। এই দিনেই নিহত চিকিৎসক তিলোত্তমার বাবা-মা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। তাঁদের আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন সংগঠন অংশ নেওয়ার ঘোষণা করেছে। বিজেপি নেতৃত্বও জানিয়েছে—দলীয় পতাকা ছাড়াই এই অভিযানে সামিল হবেন তাঁরা।

কলকাতা হাইকোর্ট শান্তিপূর্ণ নবান্ন অভিযানের অনুমতি দিয়েছে। তবে প্রশাসনও প্রস্তুত—কলকাতা পুলিশের পক্ষ থেকে একাধিক জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে, চলছে ড্রোনে নজরদারি। পুলিশের কড়া হুঁশিয়ারি—অভিযানের সময় কোনও সরকারি সম্পত্তি ভাঙচুর হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

কলকাতা থেকে হাওড়া ব্রিজে ওঠার মুখে লোহার ব্যারিকেড স্থাপন করা হয়েছে। সেই ব্যারিকেডের ফাঁক দিয়ে যাতায়াত করছেন পথচারীরা। পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বারবার ঘোষণা করা হচ্ছে "নবান্নের দিকে কোনওভাবেই মিছিল নিয়ে যাওয়া যাবে না"।

নবান্নের আশপাশে জারি রয়েছে ১৪৪ ধারা, ফলে পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ। হাওড়া ব্রিজের রাস্তায় ও ফুটপাথে বসানো হয়েছে অতিরিক্ত লোহার ব্যারিকেড, মোতায়েন রয়েছে বিপুল পুলিশ বাহিনী।

ওয়াকিবহাল মহলের মতে, এই নবান্ন অভিযান শুধুমাত্র আরজি কর কাণ্ডে বিচার চাওয়ার আন্দোলন নয়, বরং রাজ্যের রাজনৈতিক পরিবেশেও বড়সড় প্রভাব ফেলতে পারে।