New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ক্যাম্পাসে কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ। গ্রেফতারের পরেও পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা মূল অভিযুক্তর। তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে ম্যাঙ্গো ওরফে মনোজিৎ, প্রমিত এবং জেব এমনই দাবি করল পুলিশ। নির্যাতিতার বয়ানের সঙ্গে হুবহু তথ্যপ্রমাণ মিলে যাওয়ার পরেও বিভ্রান্তিকর বয়ান অভিযুক্তদের। ৩ জনের বয়ানেই বিস্তার অসঙ্গতি পেয়েছে পুলিশ।