ভাঙড়ের পোলেরহাটে জমি-বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত পুলিশ কর্মী

পলাতক অভিযুক্তের সন্ধান করছে পুলিশ। ঘটনার সূত্রপাত গতকাল পোলেরহাটের নাটাপুকুরে জমি-বিবাদকে কেন্দ্র করে।

author-image
Jaita Chowdhury
New Update
vczacddsa

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ফের আক্রান্ত পুলিশকর্মী। এবার ভাঙড়ের পোলেরহাটে জমি-বিবাদ মেটাতে গিয়ে মার খেলেন এক পুলিশ কর্মী। ধাক্কা মারার পাশাপাশি পোলেরহাট থানার ওই কনস্টেবলকে কিল-ঘুসিও মারা হয়। পুলিশের হাত থেকে এক অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যায় উন্মত্ত জনতা। পুলিশের গাড়ি ভাঙচুরের হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার সূত্রপাত গতকাল পোলেরহাটের নাটাপুকুরে জমি-বিবাদকে কেন্দ্র করে। দু’পক্ষের ঝামেলার জেরে ২ জনকে আটক করে পুলিশ। অভিযুক্তদের নিয়ে যাওয়ার সময় কনস্টেবল সুশান্ত ঘোষের ওপর চড়াও হয় স্থানীয়রা। কনস্টেবলকে কিল-ঘুসি মেরে এক অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যায় তারা। গন্ডগোল এবং পুলিশের ওপর হামলার ঘটনায় ২ জনকে আটক করেছে পোলেরহাট থানার পুলিশ। পলাতক অভিযুক্তের সন্ধান চলছে।

qA
ফাইল চিত্র