New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা : কলেজ স্কোয়ারের সভা মঞ্চে দিলীপ ঘোষ-শুভেন্দ অধিকারী-সুকান্ত মজুমদার-রাগুল সিনহা সহ বঙ্গ বিজেপির এক ঝাঁক নেতৃত্ব। সভায় বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। নেতাদের বক্তব্য শেষ হলেও কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি অ্যাভিনিউয়ের উদ্দেশ্যে শুরু হবে বিজেপির মহা মিছিল। এদিকে প্রথম থেকেই মিছিলে অনুমতি নেই পুলিশের। তারপরেও পথে নেমেছে বিজপির শীর্ষ নেতৃত্ব। এদিকে পুলিশও প্রস্তুত। কলেজস্ট্রিটের মুখে মিছিল আটকাতে তৎপর পুলিশ। মিছিল আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেই সেটাই এখন দেখার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us