নিজস্ব সংবাদদাতা: মহেশতলায় দোকান বসানোকে কেন্দ্র করে ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল। পুলিশ যে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এটা পুলিশ নয় পরিস্থিতিই বলছে। কারণ যেখানে ঘটনা ঘটেছে তার পাশে ছিল রবীন্দ্রনগর থানা। তবুও বেপরোয়াভাবে সেই থানার সামনেই হয় দফায় দফায় তাণ্ডব। পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। পুলিশের উপর আক্রমণ করা হয়েছে ইট দিয়ে। ইতিমধ্যে এক মহিলা কনস্টেবল ও এক পুলিশকর্মী আহত হয়েছেন। কাঁদানে গ্যাস প্রয়োগ করেও পরিস্থিতি শান্ত করা যায়নি বলে দাবি। সমস্ত বিষয়টা ঘন্টার পর ঘন্টা হতে থাকল। অথচ পুলিশ ছিল অসহায়। এছাড়াও পুলিশের পৌঁছতে দেরি হয়েছে এটাও তারা মেনে নিল। পুলিশকর্মী নিজেই দাবি করছেন যে তাদেরকে নিজের জীবন রক্ষার জন্যই লড়াই করতে হচ্ছিল।
