KASBA RAPE CASE: ৪ অভিযুক্তকে নিয়ে ফের কসবার ল' কলেজে পুলিশ ! হঠাৎ কেন এই পদক্ষেপ ?

কেন এই পদক্ষেপ নিল পুলিশ ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার ঘটনার পুনর্নির্মাণ (Crime Scene Reconstruction) করার স্বার্থে, ফের একবার কসবা গণধর্ষণ মামলার মূল অভিযুক্তদের নিয়ে কসবার ল' কলেজে উপস্থিত হল পুলিশ। এই অভিযুক্তদের মধ্যে রয়েছেন মনোজিৎ মিশ্র, জাইব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায় এবং ওই কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়। ঘটনার পুনর্নির্মাণ শেষে তাদের আবার থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

monojit mishra