বিজেপির নবান্ন অভিযানের ৫ দিন আগেই আটকে দেওয়ার প্রস্তুতি শুরু

কি কাজ শুরু হল?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-04 at 3.53.48 PM

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আগামী ৯ আগস্ট বিজেপির ডাকে নবান্ন অভিযান। তার আগেই সাঁতরাগাছি কোনা এক্সপ্রেসওয়েতে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড মজুদ করা ও ব্যারিকেড লাগানোর কাজ আরম্ভ হল। কোনা এক্সপ্রেসওয়ের ধারে রাস্তায় গর্ত করে বড় বড় লোহার বিম কংক্রিটের ঢালাই করে বসানো হল।

WhatsApp Image 2025-08-04 at 3.47.32 PM