পুলিশকে লক্ষ্য করে মারা হবে সকেট বোমা ! আগামীকাল চাকরিহারা শিক্ষকদের SSC ভবন অভিযান নিয়ে বিস্ফোরক দাবি করলো পুলিশ

SSC অভিযানকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি রাজ্যে।

author-image
Debjit Biswas
New Update
Ssc

নিজস্ব সংবাদদাতা : আগামীকাল এসএসসি (SSC) ভবন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। আর এবার এই বিষয়কে কেন্দ্র করেই একটি বিস্ফোরক অভিযোগ করে বসলো বিধাননগর কমিশনারেট। বিধাননগর পুলিশের দাবি,''আগামীকাল একটি হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা করছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। এই অভিযানে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া ও আগুন লাগিয়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন তারা। এমনকি পুলিশকে লক্ষ্য করে সকেট বোমাও মারা পরিকল্পনা করছেন তারা।''

Ssc

এই বিষয়ে সুমন বিশ্বাস নামের এক চাকরিহারা শিক্ষকের ফেসবুক পোস্টের বিষয়েও উল্লেখ করেছে পুলিশ। যদিও পুলিশের এই অভিযোগকে সরাসরি অস্বীকার করেছেন চাকরিহারা শিক্ষকরা। তাদের দাবি,গত শুক্রবার দিন তাদের একজন সহকর্মীর মৃত্যু হয়েছে এবং তারা এই বিষয়কে কেন্দ্র করেই এসএসসি (SSC) ভবন অভিযানের ডাক দিয়েছেন। পুলিশ যে অভিযোগগুলি করছে তা একেবারেই মিথ্যে।