গড়িয়াহাটে ধুন্ধুমার, পুলিশের হাতে আটক সুকান্ত মজুমদার

আটক হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ দলীয় নেতা-নেত্রীরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রী ধর্ষণের অভিযোগের প্রতিবাদে শনিবার রাস্তায় নামল কংগ্রেস ও বিজেপি। কসবা থানার সামনে তীব্র বিক্ষোভ দেখাল কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ। অন্যদিকে, বিজেপিও আজ পথে নেমে কসবা থানার দিকে অভিযানের ডাক দেয়। তবে গড়িয়াহাট মোড়েই বিজেপির বিক্ষোভ ঘিরে চরম উত্তেজনা ছড়ায়। সেখানেই আটক হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ দলীয় নেতা-নেত্রীরা।

দুপুর নাগাদ গড়িয়াহাটের সামনে জমায়েত করেন বিজেপি কর্মীরা। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে শুরু হয় মিছিল। কিন্তু পুলিশের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, কোনও বেআইনি জমায়েত করতে দেওয়া হবে না। সেই নির্দেশ অমান্য করে সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায় ও অনুপম ভট্টাচার্যরা এগিয়ে যেতে থাকেন।

পুলিশ ব্যারিকেড করে রাস্তাঘাট ঘিরে রাখলেও বিজেপি কর্মীরা গার্ডরেল সরিয়ে এগিয়ে যান। শুরু হয় ধস্তাধস্তি। মহিলা বিজেপি কর্মীদের আটকাতে নামে মহিলা পুলিশ বাহিনী। গোটা গড়িয়াহাট চত্বর কার্যত পরিণত হয় পুলিশের সঙ্গে কর্মীদের ধাক্কাধাক্কির ময়দানে।

পুলিশ একাধিক বিজেপি কর্মীকে আটক করে। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাদের সকলকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে।