লক্ষ্য ২০২৪! ৩১ জুলাই বঙ্গ বিজেপির ক্ষেত্রে বড় স্টেপ নেবেন মোদী

পঞ্চায়েত ভোট শেষ হতেই এবার আসছে লোকসভা নির্বাচন। তাতে বাংলাতেও সব দল নেমে গেছে প্রস্তুতিতে। এই আবহে বাংলায় বিরোধীদের মাত দিতে স্ট্রাটেজি সাজাচ্ছেন খোদ বিজেপি সুপ্রিমো নরেন্দ্র মোদী। এবার নজরে বাংলা।

author-image
Anusmita Bhattacharya
New Update
modi mani.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পাখির চোখ ২০২৪- এর লোকসভা ভোট। লোকসভা ভোট নিয়ে যখন বিরোধীদের পাশাপাশি কেন্দ্রের শাসকদলও ঘর গোছাতে শুরু করেছে, সেই সময়ে বিজেপির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মণিপুর হিংসা এবং মেয়েদের উপর হওয়া সাম্প্রতিক অত্যাচার। এই আবহে বিরোধীদের সঙ্গে মোকাবিলায় করতে সম্প্রতি দলের সংসদীয় নেতাদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার বঙ্গ বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে বসতে চান তিনি। আগামী ৩১ জুলাই দিল্লিতে সংসদ ভবনেই বৈঠক করবেন প্রধানমন্ত্রী। মূলত, প্রত্যেক সাংসদের কাছ থেকে প্রধানমন্ত্রী স্বয়ং কাজের খতিয়ান নেবেন বলে জানা গেছে।