New Update
/anm-bengali/media/media_files/2025/07/18/20250704110f-e392d6ec-cb77-401b-9481-d1f194dfacf0-2025-07-18-16-53-23.jpg)
নিজস্ব সংবাদদাতা : পুজোর আগেই এবার বাংলাকে একটি বড় উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২২ অগাস্ট ৩টি মেট্রো লাইনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উদ্বোধনের পর মূলত গ্রীন লাইনে জুড়তে চলেছে ধর্মতলা থেকে শিয়ালদহ, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট রুটের অরেঞ্জ লাইনে জুড়তে চলেছে রুবি মোড় থেকে বেলেঘাটা। এছাড়াও নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট সম্প্রসারিত রুটেরও উদ্বোধন হতে চলেছে আগামী ২২ অগাস্ট। এই তিনটি মেট্রো লাইনের উদ্বোধন হয়ে গেলে যাত্রী সুবিধা আরও অনেকগুন বেড়ে যাবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/12/esplanade_metro_station_green_line_12-2025-08-12-14-41-24.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us