Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভাটপাড়ায় বিজেপির প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে প্রচার করছেন নরেন্দ্র মোদী।
সভা থেকে তৃণমূল সরকারকে আক্রমণ করে মোদী বলেন, 'তৃণমূলের মততে অনুপ্রবেশকারীদের বারবাড়ন্ত। বাংলাকে দুর্নীতির আখড়া বানিয়েছে তৃণমূল। একসময় বাংলার অর্থব্যবস্থাকে মজবুত করতে ব্যারাকপুর গুরুত্বপূর্ণ ভূমিকা নিত। কিন্তু তৃণমূল জমানায় ব্যারাকপুর দুর্নীতির গড় হয়ে উঠেছে। তৃণমূল সরকার রামের নাম নিতে দেয় না। বাংলায় তৃণমূল সরকার রামনবমী পালন করতে দেয় না। এখন বাংলায় নিজের বিশ্বাসের উপর ভিত্তি করে বেঁচে থাকা দায়'।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us