New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: মোদী আজ আলিপুরদুয়ারে এলেন বিশেষ কর্মকান্ডে যোগ দিতে। সেখানে তিনি বলেন, "বাংলায় হাজার হাজার শিক্ষকের কেরিয়ার বরবাদ। হাজার হাজার পরিবারকে অনিশ্চয়তায় ফেলা হয়েছে। গরিব পরিবারের ছেলেমেয়েদের অন্ধকারে ঠেলে দিয়েছে। পশ্চিমবঙ্গের পুরো শিক্ষা ব্যবস্থা বরবাদ। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেও তৃণমূল মানতে নারাজ"'।
/anm-bengali/media/media_files/2025/05/29/VrSG4RIbyD25MOwNJgKu.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us