রাজ্য সরকারকে চ্যালেঞ্জ! কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

উপাচার্য নিয়োগের সার্চ কমিটির গঠনে রাজ্য বদল আনার পর বিতর্ক শুরু হয়েছে। দায়ের হল একটি জনস্বার্থ মামলা। তাতে দাবি করা হয় যে রাজ্য সিদ্ধান্ত নিলে সংখ্যাগরিষ্ঠতার কারণেই পাশ হয়ে যাবে ওই কমিটিতে।

New Update
high

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের জন্য রাজ্যের তৈরি অধ্যাদেশকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের করা জল কলকাতা হাইকোর্টে। বুধবার মামলাটি গ্রহণ করা হয়েছে। আগামী ১২ জুন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

কলকাতা হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় মেনে উপাচার্য নিয়োগের সার্চ কমিটির গঠন পাল্টেছে রাজ্য। আগের কমিটির ৩ সদস্যের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়গুলির আচার্য তথা রাজ্যপাল, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং রাজ্য সরকারের প্রতিনিধি। এখন পাঁচ সদস্যের মধ্যে থাকবেন বিশ্ববিদ্যালয়গুলির আচার্য তথা রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর একজন প্রতিনিধি, উচ্চ শিক্ষা দফতরের একজন প্রতিনিধি, উচ্চ শিক্ষা সংসদ এবং ইউজিসির একজন প্রতিনিধি।