আরজি কর ধর্ষণ- খুনঃ উধাও আরজি করের PGT যুগল! বাঁধছে রহস্য

আরজি কর কাণ্ড নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
rg kar

file pic

নিজস্ব সংবাদদাতাঃ আরজি করের ঘটনায় রাজ্যে চলছে উত্তেজনার পারদ। তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের দশদিন পার, কিন্তু সন্দেহভাজন দুই পিজিটির কোনও খোঁজ নেই। খুন-ধর্ষণের তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। কিন্তু কলেজ ও হাসপাতাল চলে রাজ‌্য স্বাস্থ‌্যদপ্তর, মানে স্বাস্থ‌্যভবনের তদারকিতে। গত কয়েকদিন স্বাস্থ‌্যদপ্তরের তরফে আর জি করের সব চিকিৎসক ও পড়ুয়াদের শরীর-স্বাস্থ্যের খোঁজ নেওয়া হয়েছে। যাঁরা কর্মবিরতিতে, তাঁদেরও কোনও সমস‌্যা হচ্ছে কিনা, তারও পুঙ্খানুপুঙ্খ তথ‌্য সংগ্রহ হচ্ছে। সেই সময়েই জানা গিয়েছে, ৯ আগস্ট রাতে নারকীয় ওই ঘটনার পর দুই পিজিটি আর কলেজে আসেননি। এঁদের একজন মহিলা চিকিৎসক, অন‌্যজন তাঁর পুরুষবন্ধু। মহিলা চিকিৎসক চেস্ট মেডিসিনের ও তাঁর ওই বন্ধু অর্থোপেডিকের পিজিটি। দু'জনেই দ্বিতীয় বর্ষের। যিনি খুন হয়েছেন, তিনিও ছিলেন দ্বিতীয় বর্ষের পিজিটি। প্রশ্ন উঠেছে, ওঁকে খুন ও নির্যাতনের সঙ্গে নিখোঁজদের কোনও যোগ নেই তো?

দুই পিজিটি চিকিৎসকের কর্মবিরতিতে শামিল চিকিৎসকদের বড় অংশের কাছে উত্তর নেই। বলতে পারেনি স্বাস্থ‌্যভবনও। স্বাস্থ‌্য-শিক্ষা অধিকর্তা ডা.কৌস্তভ নায়েক বলেছেন, "কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে। কিন্তু খবর পেয়েছি সেদিনের ঘটনার পর দুই পিজিটিকে আর কলেজে দেখা যায়নি।"