/anm-bengali/media/media_files/ZOwBOdQuvvMEvqxBPz4a.jpeg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ আরজি করের ঘটনায় রাজ্যে চলছে উত্তেজনার পারদ। তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের দশদিন পার, কিন্তু সন্দেহভাজন দুই পিজিটির কোনও খোঁজ নেই। খুন-ধর্ষণের তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। কিন্তু কলেজ ও হাসপাতাল চলে রাজ্য স্বাস্থ্যদপ্তর, মানে স্বাস্থ্যভবনের তদারকিতে।
দুই পিজিটি চিকিৎসকের কর্মবিরতিতে শামিল চিকিৎসকদের বড় অংশের কাছে উত্তর নেই। বলতে পারেনি স্বাস্থ্যভবনও। স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা ডা.কৌস্তভ নায়েক বলেছেন, "কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে। কিন্তু খবর পেয়েছি সেদিনের ঘটনার পর দুই পিজিটিকে আর কলেজে দেখা যায়নি।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us