'পার্থ, অনুব্রত, বালুদের অনেক সহজেই ঝেড়ে ফেলেছিলেন মাননীয়া! এই সন্দীপ ঘোষ মমতা সরকারকে এমন কি ভয়ঙ্কর প্যাঁচে ধরে রেখেছে যে তাকে ‘ঝেড়ে ফেলা’ যাচ্ছে না?'- চরম শোরগোল

কি বলা হল তৃণমূলকে নিয়ে?

author-image
Aniket
New Update
Sandeep Ghosh

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার সন্দীপ ঘোষ ইস্যুতে মমতা সরকারকে চরম নিশানা করলেন তথাগত রায়।

Mamata Banerjee Claver Smile.jpg

তথাগত রায় ট্যুইট করে বলেছেন, "এই সন্দীপ ঘোষ মমতা সরকারকে এমন কি ভয়ঙ্কর প্যাঁচে ধরে রেখেছে যে তাকে ‘ঝেড়ে ফেলা’ যাচ্ছে না, আর জি কর থেকে উৎখাত হবার পরে, ন্যাশনালে প্রত্যাখ্যাত হবার পরেও, তাকে স্বাস্থ্য দপ্তরের ও এস ডি বানাতে হয়েছে ? উল্লেখ্য, পার্থ, অনুব্রত, বালুদের অনেক সহজেই ঝেড়ে ফেলেছিলেন মাননীয়া ! কি এমন জাদু কাঠি সন্দীপের আছে যা এদের ছিল না ?"

d

এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।

Adddd