R G Kar: আন্দোলনের মাঝেই মহিলাদের আত্মরক্ষায় নতুন উদ্যোগ! দেওয়া হবে গোলমরিচের স্প্রে ফ্রি

কেন এই বিশেষ উদ্যোগ?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-09-14 at 1.03.02 AM

নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিচার চেয়ে প্রায় ৩৪ দিন হতে চলল আন্দোলন হয়ে চলেছে। প্রতিটি নাগরিক নেমে এসেছে এই লড়াইয়ে। প্রতিবাদ এবং নিজেদের মধ্যে দিয়ে প্রতিটি নাগরিক বিচার চাইছে। 

R G Kar Incident

এর মধ্যেই একটি বিশেষ উদ্যোগ নেওয়া হল শহর কলকাতায়। "নাগেরবাজার জমায়েত" নামক গ্রুপের তরফ থেকে আগামী ১৫ এবং ১৬ তারিখ মহিলাদের সুরক্ষাকে মাথায় রেখে মহিলাদের বিনামূল্যে বিতরণ করা হবে গোলমরিচের স্প্রে। এই ধরনের ভাবনা একেবারে অনন্য। আসলে এই উদ্যোগের মাধ্যমে পরোক্ষভাবে এই বার্তাটাও দেওয়া হচ্ছে যে আজকাল মেয়েদেরকে নিজেদের আত্মরক্ষার হাতিয়ার নিজেদের কাছে রাখতে হবে।

 Women-Empowerment_202401210837398468_HIGHT_448_WIDTH_655-ezgif.com-resize

গ্রুপের তরফ থেকে জানানো হয়েছে যে টার্গেট ৩০০টা গোলমরিচের স্প্রে। এর জন্য ত্রাণ গ্রহণ করা শুরু হয়ে গেছে। গ্রুপের পক্ষ থেকে আবেদন করা হয়েছে যারা নিজেরা নানাভাবে সাহায্য করতে চান তারা এই আসতে পারেন। এমনিতে এই আন্দোলনের ৩৪ দিন পেরিয়ে গেছে। তবুও কোনও সুরাহা হয়নি। এমনকি সরকার পক্ষ এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে কোনও বৈঠকও সফল হয়নি। গতকাল নবান্নে এই বৈঠক হওয়ার কথা ছিল দুই পক্ষের মধ্যে।