New Update
/anm-bengali/media/media_files/ZaNQINexlKUct05DHFIy.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল জুনিয়র ডাক্তারদের আন্দোলনে গিয়ে প্রতিশ্রুতি দেন সমস্ত বিষয়কে খতিয়ে দেখার ও জুনিয়র ডাক্তারদের ন্যায় পাইয়ে দেওয়ার। তিনি নিজের কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের ডেকে পাঠান। তবে জুনিয়র ডাক্তাররা কালীঘাটে গেলে তাদের সঙ্গে ফের ভিডিও ইস্যুতে মতবিরোধ হয় মুখ্যমন্ত্রীর।
/anm-bengali/media/media_files/dSF4D23yCNGlT1fzKXMX.jpg)
অবশেষে জুনিয়র ডাক্তাররা বৈঠকে রাজি হলেও মুখ্যমন্ত্রী আর বৈঠকে রাজি হন না। ফলে আন্দোলন স্থানে ফিরে আসতে হয় জুনিয়র ডাক্তারদের। এবার এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চরমতম নিশানা করলেন অনুপম হাজরা। মমতা ব্যানার্জির একটি ক্লিপের সঙ্গে গুমনাম হে কোই, বদনাম হে কোই গান লাগিয়ে পোস্ট করা হয়েছে অনুপম হাজরার সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, "পতিস্যুতি"। আর এই পোস্টকে কেন্দ্র করেই শোরগোল শুরু হয়েছে।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us