খুনের রাতে আর জি করে বিশাল পার্টি! কারা ছিল? এল বড় তথ্য

এবার পার্টি নিয়ে নজর দিচ্ছে সিবিআই।

author-image
Anusmita Bhattacharya
New Update
R G Kar Incident

নিজস্ব সংবাদদাতা: গত মাসের ৯ তারিখ সকালে আর জি কর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার করা হয় মহিলা চিকিৎসকের নিথর দেহ। পরবর্তীতে জানা যায়, ধর্ষণ করে খুন করা হয় তাকে। ৮ আগস্ট রাতে হাসপাতালের চার দেওয়ালের মধ্যে কী ঘটে? জানতে মরিয়া সকলে। চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনার রহস্যভেদ করতে তদন্ত চালাচ্ছে সিবিআই।

আর জি কর হাসপাতালের সেই চিকিৎসককে ধর্ষণ-খুনের পর একের পর এক নানা তথ্য সামনে আসছে। সিবিআই তদন্ত যত এগোচ্ছে ততই রহস্যের উপর থেকে একটু একটু করে পর্দা উঠছে। এবার আবার জানা গেল যে ওই নৃশংস ঘটনার রাতে নাকি হাসপাতালে পার্টি চলেছে। আবার সেই পার্টির আওয়াজ পেয়েছে এমারজেন্সি বিল্ডিংয়ের মানুষ। এবার ৮ আগস্ট রাতের পার্টিতে কারা কারা ছিল সেটা জানতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি।

রোগীরা বলছে যে মেইন বয়েজ হস্টেল থেকে তারা হট্টগোলের নানা শব্দ পেয়েছে। এই তথ্য প্রকাশ্যে আসতেই সামনে উঠে এল বেশ কয়েকটি প্রশ্ন। হাসপাতালের মধ্যে কি এভাবে বক্স বাজিয়ে পার্টি করার অনুমোদন আছে? তদন্তে নেমে এবার অর্থোপেডিক কতজন ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী হাজির ছিলেন সেটা জানতে ডিউটি রোস্টার চেয়েছে সিবিআই। তারা নজরে রাখছে জুনিয়র চিকিৎসকদেরকে। হাসপাতালের অন্দরে এই পার্টির সঙ্গে অর্থোপেডিক বিভাগের জুনিয়র ডাক্তারদের একটা যোগ নাকি ছিল। এছাড়া আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ নিজে অর্থোপেডিক সার্জেন হওয়ায় এটা খতিয়ে দেখতে চাইছেন গোয়েন্দারা। ৮ আগস্ট রাতে আর জি কর হাসপাতালের বেশ কয়েকটি জায়গায় পার্টি চলেছে।