বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিচ্ছেন দল থেকে নিলম্বিত পার্থ চট্টোপাধ্যায়

জেল থেকে মুক্ত হতেই বড় সিদ্ধান্ত পার্থর।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-11-12 at 4.17.29 PM

নিজস্ব সংবাদদাতা: বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়। বুধবার এই ঘোষণা করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

তিন বছর, তিন মাস  কারাবন্দি থাকার পর জামিন পেয়ে বাড়ি ফেরেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঘনিষ্ঠমহলে বিধানসভার আসন্ন শীতকালীন অধিবেশনে বিধায়ক হিসাবে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। এই তথ্য কানে যেতেই তার ইচ্ছের দাম দিয়ে তাকে কক্ষে বসার জায়গা করে দেবেন বলে জানালেন অধ্যক্ষ। বর্তমানে পার্থ জোড়াফুল থেকে নিলম্বিত। তাই ইচ্ছে থাকলেও, ট্রেজ়ারি বেঞ্চে বসতে পারবেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী। 

6795a3d265159-partha-chatterjee-265404542-16x9
ফাইল চিত্র