অবশেষে জেলমুক্তি পার্থ চট্টোপাধ্যায়ের

মঙ্গলবার আলিপুর সংশোধনাগার থেকে তার জেলমুক্তি ঘটল।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-11-11 at 5.07.07 PM

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিন বছর তিন মাস পর জেল থেকে মুক্ত হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ২০৩ দিন হাসপাতালে থাকার পর আজকে জেল মুক্তি হওয়ার পর হাসপাতাল থেকে নিজের নাকতলার বাড়িতে যান তিনি। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ২০২২ সালের ২২ জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর থেকে ইডি ও সিবিআই একাধিক তদন্ত চালাচ্ছিল এই মামলায়। একই সঙ্গে মুক্তি পেলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য।

6795a3d265159-partha-chatterjee-265404542-16x9
ফাইল চিত্র