New Update
/anm-bengali/media/media_files/4PcA4P9edGfrxhd1MBFC.jpg)
নিজস্ব সংবাদদাতা: শুক্রবার সকালে মাধ্যমিকের ফল প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ। অন্য সবার মত মেধাতালিকা জানতে টিভির পর্দায় চোখ রাখেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু জেলে অন্যান্য বন্দীদের হট্টগোলে বিরক্ত পার্থকে মাধ্যমিকের খবর দেখা বন্ধ করতে হলো। টিভি দেখা ছেড়ে চলে গেলেন সেলে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যখন টিভিতে মাধ্যমিকের ফল প্রকাশের সংবাদ দেখছিলেন তখন আশপাশের সেল থেকে বন্দিদের চিত্কার চেঁচামেচির শব্দ পাচ্ছিলেন। রেগে গিয়ে জানতে চান এত চিত্কার চেঁচামেচি কেন হচ্ছে। বলেন, 'একটা সিরিয়াস জিনিস দেখছি'। পার্থর রাগ দেখে আরো বেশি করে হই হট্টগোল শুরু করে বন্দীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us