নিজস্ব সংবাদদাতা: তাঁকে হত্যা করার চেষ্টা করা হতে পারে। নিজের ঘনিষ্ঠ মহলে এমনই আশঙ্কার কথা প্রকাশ করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। তাঁর আইনজীবীরা আগেই আদালতে জানিয়েছেন যে অর্পিতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে কারণ তাঁর প্রাণসংশয় আছে। জেলে (Jail) অর্পিতাকে খাবার বা জল দেওয়ার আগে যেন তা পরীক্ষা করে নেওয়া হয়। কেউ যেন সেই খাবার মুখে চেখে দেখেন। কারণ তাতে বিষ মেশানো থাকতে পারে।