বড় খবর: যন্ত্রণায় চিৎকার করেছেন পার্থ চট্টোপাধ্যায়!

১১০ কেজি ওজন থেকে দীর্ঘ কয়েক মাসের জেল-জীবনে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ওজন ঝরেছে প্রায় ১০ কিলোগ্রাম। তাতেই আঙুলের ফোলা ভাব কমেছে। তার আগে আংটি খুলতে গিয়ে যন্ত্রণায় চিৎকার করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

New Update
parthajail

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: জেলে যাওয়ার সময়ে ওজন ছিল ১১০ কেজি। হাত বেশ ফোলাফোলা। তাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আঙুল থেকে আংটি খোলা যায়নি। এবার জেল কর্তৃপক্ষ দাবি করছে যে দীর্ঘ কয়েক মাসের হাজতবাসের ফলে তাঁর ওজন ঝরেছে প্রায় ১০ কেজি। আর তাতেই আঙুলের ফোলা ভাব কমে যাওয়ায় সহজে খুলে এসেছে সেই আংটি। ১৪ জুন রাজ্য কারা দফতরের এডিজি সঞ্জয় সিংহ আদালতকে এমন রিপোর্টই পাঠিয়েছেন বলে জানা গেছে।

নিয়োগ দুর্নীতিতে সিবিআই ও ইডির মামলায় আপাতত জেলে রয়েছেন পার্থ। নিয়ম অনুযায়ী, জেলে বন্দিরা কেউ কোনও ধরনের গয়না পরতে পারেন না। গত ১৯ এপ্রিল পার্থর জামিনের আবেদনের ভার্চুয়াল শুনানির সময়ে কলকাতার বিচার ভবনের সিবিআই আদালতে আইনজীবীরা আচমকা বলেন যে পার্থ অত্যন্ত প্রভাবশালী বলেই তাঁর হাতে তিনটি সোনার আংটি রয়েছে। বিচারক পার্থকে প্রশ্ন করলেও পার্থ বলেন যে ধর্মীয় কারণে তিনি আংটি পরেন। পরে বিচারক আইনের প্রশ্ন তুললে পার্থ নিজেই আংটি খুলে দেন।

এই নিয়ে জলঘোলা শুরু হয়। ইডির অভিযোগের ভিত্তিতে প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলে জেল সুপারও জানান যে পার্থ চট্টোপাধ্যায়ের হাতের আঙুল ফুলে থাকায় আংটি খোলা যায়নি। এদিকে শুনানি চলাকালীন পার্থ কীভাবে নিজেই আংটি খুলে ফেলেছিলেন তার যথাযথ ব্যাখ্যা না পেয়ে জেল সুপারকে ভর্ৎসনা করেন বিচারক। এরপর এডিজি (কারা) সঞ্জয় সিংহ প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জেল সুপার ও মেডিক্যাল অফিসার-সহ ৬ জন আধিকারিকের সঙ্গে ও পার্থর সঙ্গেও কথা বলেন। এরপর আদালতে যে চিঠি পাঠানো হয় তাতে জানানো হয়েছে যে ২০২২ সালের ৫ অগস্ট পার্থ প্রেসিডেন্সি জেলে এলে জেলের আধিকারিক ও মেডিক্যাল অফিসারেরা আংটি খুলতে পারেননি। যন্ত্রণায় চিৎকার-চেঁচামেচি করেছিলেন পার্থ। ১৯ এপ্রিল শুনানি চলাকালীনও যে আচমকা নিজে জোর করে পার্থ আংটি খুলে ফেলেন তার জন্য তাঁর আঙুলের চামড়া উঠে যায়। জেল হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। তবে, গত ১১ মাসে তাঁর ওজন ১০ কেজি কমে যাওয়ায় আঙুলের ফোলা ভাব কমেছে। তাই, পার্থ নিজে আঙুল‌ থেকে আংটি খুলতে পেরেছিলেন। আজ এডিজি-র দেওয়া চিঠির ভিত্তিতে শুনানি হবে বলে জানা গেছে। এ দিন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলার ভার্চুয়াল শুনানিও রয়েছে।