মরে গেলে আর কী বিচার! জেলের মধ্যে কী হলো পার্থ চট্টোপাধ্যায়ের?

পার্থ চট্টোপাধ্যায় এবং কুন্তল ঘোষ মুখোমুখি হওয়ার পর রুদ্ধশ্বাস মুহূর্ত কেটেছে প্রেসিডেন্সি সংশোধনাগারে। দুজন একে অপরকে দোষারোপ করতে শুরু করে দেন।

author-image
Anusmita Bhattacharya
New Update
1663150713_partha-cry

পার্থ চট্টোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা: পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং কুন্তল ঘোষ (Kuntal Ghosh) মুখোমুখি হওয়ার পর রুদ্ধশ্বাস মুহূর্ত কেটেছে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Jail)। দুজন একে অপরকে দোষারোপ করতে শুরু করে দেন। পার্থকে নাকি একবার ধাক্কাও দিয়েছেন কুন্তল। শেষ পর্যন্ত জেল আধিকারিকদের (Jail Officer) হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপরেই ঘনিষ্ঠ মহলে পার্থ চট্টোপাধ্যায় বলেন যে তিনি নানারকম রোগে ভুগছেন। পা ফুলে যাচ্ছে। দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে শরীর। প্রশ্ন করেন, "যদি মরেই যাই তাহলে আর কি বিচার পাবো?"