আগে বকেয়া ২ লক্ষ কোটি টাকা দিন ! BLO-দের বেতন নিয়ে ECI-এর অভিযোগে পালটা দিলেন পার্থ ভৌমিক

কি পালটা দিলেন পার্থ ভৌমিক ?

author-image
Debjit Biswas
New Update
parthab

নিজস্ব সংবাদদাতা : বুথ লেভেল অফিসার (BLO)-দের বর্ধিত পারিশ্রমিক মুক্তি না দেওয়া সংক্রান্ত নির্বাচন কমিশনের (ECI) অভিযোগের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ পার্থ ভৌমিক। তিনি সরাসরি এই ইস্যুটিকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্যের বকেয়া বিপুল পরিমাণ তহবিলের সাথে যুক্ত করে দেন এবং বিজেপিকে 'উপদেশ' না দেওয়ার জন্য সতর্ক করেন।

তিনি বলেন,''বিজেপি যারা এখন বক্তৃতা দিচ্ছে—কেন্দ্রীয় সরকারকে প্রথমে বাংলার জন্য বকেয়া ২ লক্ষ কোটি টাকার তহবিল মুক্তি দেওয়া উচিত। কেন্দ্রের 'বাংলা বিরোধী' সরকার আগে বাংলার যে তহবিলগুলি আটকে রেখেছে, তা প্রকাশ করুক।"

Eci

এরপর তিনি আরও বলেন,''এআইটিসি সরকার BLO-দের ১২,০০০ এর পরিবর্তে ৫০,০০০ টাকা দেবে। কিন্তু তার আগে কেন্দ্রকে তাদের আটকে রাখা বাংলার তহবিল মুক্ত করতে হবে।"