বিজয়গড়ে পার্কিং ঝামেলায় পেটানোর অভিযোগ, প্রাণ হারালেন অ্যাপ ক্যাব চালক

৩৬ বছর বয়সী জয়ন্ত সেন, পেশায় ক্যাব চালক, বিজয়গড়েই থাকতেন স্বপরিবারে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: খাস কলকাতার যাদবপুর সংলগ্ন বিজয়গড় এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হল শহরবাসী। লালকার মাঠে পার্কিং নিয়ে বচসার জেরে এক ক্যাব চালককে মারধর করে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে হাসপাতালে মারা যান ওই যুবক। ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

এলাকাবাসীর দাবি, ৩৬ বছর বয়সী জয়ন্ত সেন, পেশায় ক্যাব চালক, বিজয়গড়েই থাকতেন। প্রতিদিনের মতো বুধবার রাতেও লালকার মাঠের কাছে নিজের গাড়ি পার্ক করেন। একটি স্কুটি তাঁর গাড়ির পাশে পড়ে ছিল। স্কুটির মালিকরা অ্যাপের মাধ্যমে জয়ন্তর গাড়ির নম্বর স্ক্যান করে এবং তাঁর ফোন নম্বর বের করে। এরপর তাঁকে বাড়ি থেকে ডেকে আনা হয় এবং পার্কিং নিয়ে বচসা শুরু হয়। অভিযোগ, রাত ১২টার পর জয়ন্তকে নির্মমভাবে মারধর করা হয়।

death

গুরুতর আহত অবস্থায় জয়ন্তকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে তাঁকে একটি বড় হাসপাতালে স্থানান্তরিতও করা হয়, কিন্তু শুক্রবার রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর। তাঁর পরিবারের দাবি, অভিযুক্তরা নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং অকারণে জয়ন্তকে নির্মমভাবে মারধর করা হয়।

পাঁচজনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যেই। তবে যাদবপুর থানার পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি, যা নিয়ে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। একই সাথে জয়ন্তর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পাড়ায়।