পার্ক স্ট্রিটে ফের অগ্নিকাণ্ড, আতঙ্ক কুইন্স ম্যানসনে

চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Fire

File Picture

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার দুপুরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতায়। পার্ক স্ট্রিটে পার্ক হোটেলের উল্টো দিকে কুইন্স ম্যানসনে একটি জনপ্রিয় মিষ্টির দোকানে আগুন লাগে, যার ফলে গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং তৈরি হয় চরম আতঙ্ক।

দুপুর ১২টা ৪০ মিনিটে দমকল বিভাগে খবর পৌঁছনোর পরই চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। আগুনের তীব্রতা কিছুক্ষণের মধ্যেই চারপাশে ছড়িয়ে পড়ে, যার জেরে পার্ক স্ট্রিটের ব্যস্ততম এলাকায় যান চলাচল ও জনসাধারণের গতি কিছুটা বিঘ্নিত হয়েছে।

Fire

প্রাথমিকভাবে জানা গেছে, দোকানটি পার্ক স্ট্রিটে বহু বছর ধরে চলা একটি প্রতিষ্ঠিত মিষ্টির দোকান, যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করেন। তবে কীভাবে আগুন লাগল, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে স্থানীয় বাসিন্দা ও কিছু প্রত্যক্ষদর্শীর অনুমান, তারা প্রথমে এসি থেকেই ধোঁয়া বেড়তে দেখেন। দমকল আধিকারিকরা আপাতত আগুন নেভানোর কাজ করছে, পরে আগুন লাগার কারণ খতিয়ে দেখবেন বলে জানা যাচ্ছে।