/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে উত্তাল হয়ে রয়েছে গোটা রাজ্য। আর এরমধ্যেই এবার সিবিআই (CBI) আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের অনুরোধ জানালেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তার কন্যা অঙ্কিতা অধিকারী। গত মাসেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে এক মাসের মধ্যে এসএসসি (SSC) নিয়োগ মামলায় যাবতীয় চার্জ গঠন করে, দুই মাসের মধ্যেই গুরুত্বপূর্ণ সকলের সাক্ষ্যগ্রহণ সেরে ফেলতে হবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/12/9yGcw0EGIJ8GCgVGE99b.jpg)
তারপরেই নবম-দশম,একাদশ-দ্বাদশ,এবং গ্রূপ-সি মামলায় ফাইনাল চার্জশীট জমা পরে। যাদের বিরুদ্ধে চার্জশীট জমা পড়েছিল তাদের প্রত্যেককেই সমন করা হয় ও আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। এই তালিকায় পরেশ ও অঙ্কিতা-সহ পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্য,এসএসসি কর্তা সমরজিৎ আচার্য,পর্ণা বসু-র নাম রয়েছে। এরা আজ আদালতে এসে আত্মসমর্পণ করে এবং জামিনের আবেদন জানায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us