নবমী বলেও অষ্টমীতেই নামলো বৃষ্টি, প্যান্ডেল হপিং-এ পড়লো বাধা

অষ্টমীর বৃষ্টি তেমন বাধা হয়ে দাঁড়াবে না প্যান্ডেল হপিংয়ে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
pandal hoping

File Picture

নিজস্ব সংবাদদাতা: পুজোর অষ্টমীতে খামখেয়ালি আবহাওয়ার জেরে চাপে পড়েছেন প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনা করা ভক্তরা। দুপুরে কখনও তীব্র রোদ, কখনও আবার মুখভার করে ঝরছে বৃষ্টি—এই অস্থির আবহাওয়ায় প্রশ্ন উঠছে, পণ্ড হয়ে যাবে না তো অষ্টমীর আনন্দ?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দিনভর বজ্রগর্ভ মেঘ তৈরি হবে নদিয়া, বর্ধমান ও কলকাতার আকাশে। বিশেষ করে দক্ষিণ কলকাতায় দেখা যেতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তবে হাওয়া অফিস জানিয়েছে, অষ্টমীর বৃষ্টি তেমন বাধা হয়ে দাঁড়াবে না প্যান্ডেল হপিংয়ে।

আগেই হাওয়া অফিস জানিয়েছিল, ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত নির্ভয়ে ঘোরা যাবে। কিন্তু নবমী থেকেই বদলে যাবে আবহাওয়ার সমীকরণ। আন্দামান সাগরে ঘনীভূত হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে প্রভাব ফেলবে বাংলায়। এর ফলে নবমীর রাত থেকে শুরু হবে বৃষ্টি, দশমীতে বাড়বে তীব্রতা। দশমীর রাত থেকে তৈরি হতে পারে দুর্যোগপূর্ণ পরিস্থিতি, যা চলবে অন্তত শুক্রবার পর্যন্ত।

Rain

এই সময়কালে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও দুই মেদিনীপুর-সহ মোট ১১ জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গেও পরিস্থিতি হবে উদ্বেগজনক। দার্জিলিং-সহ পার্বত্য পাঁচ জেলায় তৈরি হতে পারে দুর্যোগ, পাশাপাশি মালদহ ও দুই দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল।

তাই হাওয়া অফিস ইতিমধ্যেই ৩ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে। পূর্বাভাস বলছে, শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে, তবে অষ্টমীর পর নবমী-দশমীর প্যান্ডেল হপিংয়ে প্রবল বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে।