পাক গুপ্তচর জ্যোতি কলকাতায় এসেছিল ৩ বার, কোথায় কতদিন ছিল সে? খুঁজছে লালবাজারের গোয়েন্দা বিভাগ

কলকাতায় এসে কোথায় উঠতো জ্যোতি?

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
jyoti

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার জ্যোতি মালহোত্রা মামলায় তদন্ত প্রক্রিয়া শুরু করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। কেননা ইউটিউবার জ্যোতি ৪ বার পশ্চিমবঙ্গ সফর করেছিল। সোশ্যাল মিডিয়ায় দেওয়া তাঁর ভিডিও থেকেই সেই প্রমাণ মিলেছে। যার মধ্যে ৩ বারই কলকাতায় ভ্রমণ করেছে পাক গুপ্তচর। 

কলকাতায় কবে কবে এসেছিল সে? কলকাতায় এসে কোথায় উঠতো জ্যোতি? কলকাতার কোন কোন স্থান তাঁর নজরে ছিল? এমনই একাধিক বিষয় এবার ভাবাচ্ছে লালবাজারের গোয়েন্দা বিভাগকে। পহেলগাঁও হামলার আগে কি সে এসেছিল কলকাতায়? তাহলে কি কোনও আলোচনা এখান থেকেও বসে হয়েছে? সেই বিষয়টিও এবার যাচাই করে দেখছে আধিকারিকরা।

jyoti

স্বাভাবিক ভাবেই জ্যোতির এই নতুন তথ্য কলকাতার নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।