জলসংকটের বার্তা, পদ্মপুকুর ইয়ুথ অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপে এবার ‘জলছবি’

বড় সংকট হতে চলেছে পানীয় জলের প্রাপ্যতা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-09-18 at 12.24.04

File Picture

নিজস্ব সংবাদদাতা: এ বার দুর্গোৎসবে পরিবেশ সচেতনতার বার্তা দিচ্ছে পদ্মপুকুর ইয়ুথ অ্যাসোসিয়েশন। বিশ্বজুড়ে বেড়ে চলা জলসংকট ও ক্রমশ নিচে নেমে যাওয়া ভূগর্ভস্থ জলের স্তর নিয়েই সাজছে তাঁদের এবারের পুজো মণ্ডপ। থিম— ‘জলছবি’।

আয়োজকরা জানিয়েছেন, আগামী দিনে বিশ্বের সবচেয়ে বড় সংকট হতে চলেছে পানীয় জলের প্রাপ্যতা। তাই এবারের থিমে প্রতিফলিত হচ্ছে জলের গুরুত্ব ও তার সংরক্ষণের প্রয়োজনীয়তা। মণ্ডপ সজ্জায় থাকবে জলের নানান প্রতীকী রূপ— কখনও শান্ত, কখনও বিক্ষুব্ধ।

WhatsApp Image 2025-09-18 at 12.25.21 (2)

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শনার্থীদের কাছে এই থিম কেবল শৈল্পিক সৌন্দর্যই নয়, বরং এক গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে— জল বাঁচান, জীবন বাঁচান।

এবার পুজোয় তাই পদ্মপুকুরের মণ্ডপে ঢুকলেই মিলবে প্রকৃতি ও ভবিষ্যতের জন্য জরুরি বার্তার এক অভিনব অভিজ্ঞতা।