/anm-bengali/media/media_files/XG7f9yJLAKXmzJv7yoQ2.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: জ্বলছে বাংলাদেশ। প্রাণ হাতে নিয়ে সেখানে বসবাস করছেন সংখ্যালঘু হিন্দুরা। বহুজন তো কার্যত সব কিছু ছেড়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশ ছাড়ছেন। ইসকনের সন্ন্যাসী গ্রেফতারের পর থেকেই পরিস্থিতি যেন হাতের বাইরে বেরিয়ে গেছে। হিন্দুরা যেরকম প্রতিবাদ দেখাচ্ছে ঠিক সেরকমই তাঁদের ওপর চড়াও হচ্ছে মৌলবাদীরা। যা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় রয়েছে এদেশের সরকার। এবার এই ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের কারাদণ্ড প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী দিলেন প্রতিক্রিয়া।
/anm-bengali/media/media_files/lYqCRhEs8rH2RFdmQh7O.png)
এদিন তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র হলেও, যা চলছে তা মেনে নেওয়া যায়না। তীব্র প্রতিবাদ করছি। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। সংখ্যাগুরুরা যখন মৌলবাদী শক্তিকে প্রশ্রয় দেয় তার চেহারা ভয়ানক কদর্য হয়। গত কয়েক মাস ধরেই বাংলাদেশে তা স্পষ্ট। আমাদের দেশেরও সতর্ক হওয়ার সময় এসেছে”।
বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র হলেও
— Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) November 27, 2024
যা চলছে তা মেনে নেওয়া যায়না।
তীব্র প্রতিবাদ করছি।
সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে।।
সংখ্যাগুরুরা যখন
মৌলবাদী শক্তিকে প্রশ্রয় দেয়
তার চেহারা ভয়ানক কদর্য।
গত কয়েক মাস ধরেই বাংলাদেশে তা স্পষ্ট।
আমাদের দেশেরও সতর্ক হওয়ার সময় এসেছে।। pic.twitter.com/mdMhvdmmdZ
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us