‘এবার সিঁদুর বেচতে নেমেছেন’, ‘অপাররেশন সিঁদুর’ নিয়েও এবার অপমানিত মোদী

কথা শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
oparetion sindoor

File Picture

নিজস্ব সংবাদদাতা: ‘অপারেশন সিঁদুর’ নাম নিয়ে যখন বাইরের দেশে উচ্ছ্বাসা দেখা যাচ্ছে সেখানকার মানুষদের মধ্যে। তখন এবার সেই নাম নিয়েও শুরু হয়ে গেল রাজনীতি। এর আগে কিছু নেতার মুখে শোনা গিয়েছিল ‘সিঁদুর’ নিয়ে তীর্যক মন্তব্য। এবার একই কথা শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। এদিন ‘অপারেশন সিঁদুর’কে হাতিয়ার করে, মুখ্যমন্ত্রী বলেন, “আগে বলতেন চাওয়ালা, এখন বলছেন পাহারাদার। আর এবার সিঁদুর বেচতে নেমেছেন। প্রত্যেক মহিলা তাঁর স্বামীর হাত থেকে সিঁদুর নেন, মোদীজি কেন তাঁর স্ত্রীকে পরাতে পারেন না? তাই মা-বোনেদের সিঁদুর নিয়ে ব্যবসা করবেন না”। এদিন এই ভাবেই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রধানমন্ত্রীকে আলাদা ভাবে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। 

modiapology