পার্কিং বিবাদে নিউটাউনে অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীদের তাণ্ডব!

এখনও অধরা অভিযুক্তরা।

author-image
Jaita Chowdhury
New Update
123

নিজস্ব সংবাদদাতা: পার্কিং বিবাদে নিউটাউনে (Newtown) অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীদের তাণ্ডব! দিনের আলোয় দলবল নিয়ে আবাসনে ঢুকে নিরাপত্তারক্ষীকে মার! দলবল নিয়ে অভিজাত আবাসনে ঢুকে তাণ্ডব, আতঙ্কে আবাসিকরা। সিসি ক্যামেরাবন্দি তাণ্ডব, তাও এখনও অভিযুক্তরা অধরা থাকায় আতঙ্ক। অভিযোগ করলেও অনলাইন ডেলিভারি সংস্থার মুখে কুলুপ, দাবি আবাসিকদের। তদন্ত শুরু হয়েছে, গ্রিন উড সোনাটায় হামলায় দাবি ইকো পার্ক সূত্রে । 

নিউটাউনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভের মুখে পুলিশ