New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: খাস কলকাতায় ফের বেপরোয়া লরির তান্ডব। আর তাতে প্রাণ হারালেন এক পুলিশ কর্মী। আজ ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটে। এদিন ভোর ৫টা নাগাদ মানিকতলা মোড়ের কাছে এই ঘটনা ঘটে। ডিউটি সেরে মোটর সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন পশ্চিম বন্দর থানার কনস্টেবল অভিজিৎ চক্রবর্তী। আর সেই সময়ই বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ হারান ওই পুলিশ কর্মী।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us