/anm-bengali/media/media_files/yv7nGUij1RoB6chDkKmh.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বিশ্বজয়ের নায়িকা বাংলার রিচা ঘোষকে ঘিরে শনিবার ইডেন গার্ডেন্সে সাজল জমকালো সংবর্ধনার আসর। বাংলার মাটিতে প্রথমবার মহিলা ক্রিকেট বিশ্বকাপ ট্রফি আসায় রিচাকে বিশেষ সম্মান জানালো সিএবি। মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, কিংবদন্তি ঝুলন গোস্বামীসহ ক্রিকেট ও ক্রীড়া জগতের বহু তারকা।
সেই সংবর্ধনা মঞ্চ থেকেই সৌরভকে নিয়ে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সৌরভের পরিচয় শুধু সিএবির প্রেসিডেন্ট হওয়া নয়। ওর পরিচয় বিশ্বজোড়া। ইডেন গার্ডেন্স আমার কাছে ‘গোল্ডেন গার্ডেন’। এখানে সোনা তৈরি হয়। সৌরভ ভারতের জন্য, বাংলার জন্য অনেক দিয়েছে। আমি অপ্রিয় সত্যি বলি— আইসিসি প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল সৌরভের। ওকে আটকানো সহজ নয়। একদিন ও আইসিসি প্রেসিডেন্ট হবেই”।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/Tx8fGKOfDL6tO30Gjlqa.jpg)
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে রাজনৈতিক ও ক্রিকেট মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য, বর্তমানে আইসিসির চেয়ারম্যান জয় শাহ। তাঁর দায়িত্ব পাওয়া নিয়ে অতীতে বিতর্কের ঝড় উঠেছিল। সৌরভকে বঞ্চিত করা হয়েছে— এমন বক্তব্য সেই সময়ও উঠেছিল বিভিন্ন মহলে। রিচার সংবর্ধনার মঞ্চে সেই প্রসঙ্গ ফের টেনে এনে মুখ্যমন্ত্রী যেন ইঙ্গিত দিলেন, “বাংলাকে থামানো যায় না”।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us