বাংলার কংগ্রেস বিজেপির দালাল, অক্সিজেন দিচ্ছে! এ কী ফাঁস করলেন TMC নেতা?

বাংলার কংগ্রেস বিজেপির দালাল, বিজেপিকে অক্সিজেন দিচ্ছে, এবার এমন দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
TMC CONGG.jpg

নিজস্ব সংবাদদাতা: এবার ইন্ডিয়া জোটের আসন সমঝোতা নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, 'আসল সমঝোতার পদ্ধতি চলছে। জাতীয় নেতা যেমন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দিকটা লক্ষ্য রাখছেন। বাংলার কংগ্রেসের একটা অংশ বিজেপির দালালি করছে। ২০২১ সালে যখন তৃণমূল বিজেপিকে হারিয়েছিল তখন ভোট ভাগাভাগির জন্য কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিল সিপিএম। কিন্তু তারা শূন্য পেয়েছে। কংগ্রেসের জাতীয় নেতৃত্বর উচিত এই ব্যাপারটি দেখা। মমতা ব্যানার্জি, তোমাদের সাহায্য করছে দিল্লিতে বিজেপিকে নিশ্চিহ্ন করতে। এবং তোমাদের বাংলার শাখা এবং তাদের সভাপতি বিজেপিকে অক্সিজেন দিচ্ছে'।