/anm-bengali/media/media_files/mINPrjX0Krkz6YCKASEb.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃবন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আজ, রবিবার কলকাতায় ফিরেছেন তিনি। এদিকে, তাঁর হাতে বঞ্চিত মানুষদের ২০ লক্ষ চিঠি তুলে দেওয়ার জন্য রাজভবনের সামনে ৪ দিন ধরে বসে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যপাল সি ভি আনন্দ বোস কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে জানালেন, তাঁর সঙ্গে দেখা করার অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনও অনুরোধ এখনও পাননি তিনি। কলকাতায় তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে তিনি দেখা করবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই দার্জিলিং-এ গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে এসেছে তৃণমূলের একটি প্রতিনিধি দল। সেখানে গিয়ে তৃণমূলের নেতারা কলকাতায় প্রতিনিধিদের সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়েছেন। কলকাতায় ফিরে নিজেই একথা জানালেন আনন্দ বোস।
#WATCH | Kolkata: On meeting TMC leaders, West Bengal Governor C V Ananda Bose says, "...Three representatives (TMC leaders) came... I greeted them... They presented me with their grievances, which they wanted me to take to the (central) government. I promised them that I would… pic.twitter.com/0ueYiYCXiM
— ANI (@ANI) October 8, 2023
তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, "তিনজন প্রতিনিধি (টিএমসি নেতা) উত্তরবঙ্গে এসেছিলেন। আমি তাদের অভিবাদন জানিয়েছিলাম। তৃণমূলের প্রতিনিধিরা আমাকে তাদের অভিযোগগুলো উপস্থাপন করেছিল, তারা চেয়েছিল যে আমি এই বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের কাছে নিয়ে যাই। আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি অবশ্যই এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়ে যাব। গভর্নর হিসেবে এটাই আমার দায়িত্ব।"
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us