/anm-bengali/media/media_files/0iex8BVANRAezgWIrypZ.jpg)
নিজস্ব সংবাদদাতা: আগামী ৩১ মে পশ্চিমবঙ্গের সব জেলাশাসকের দফতরে ধর্না এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। দীর্ঘ দিন ধরে মহার্ঘ্য ভাতার দাবিতে শহিদ মিনারে ধর্না কর্মসূচি চালাচ্ছেন তাঁরা। সেই ধর্নার আঁচ পৌঁছেছে রাজধানী দিল্লিতে। এবার সব জেলার জেলাশাসকদের দফতরে তাঁরা ধর্নায় বসবেন। তবে শুধুমাত্র ডিএ-র দাবিতে এই ধর্না কর্মসূচি নয়। ধর্না কর্মসূচি হবে সদ্য প্রকাশিত সরকারি দু’টি নির্দেশিকার প্রতিবাদে এবার তাঁদের এই সিদ্ধান্ত।
শনিবার নবান্ন থেকে জোড়া বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থ দফতর জানায় যে অফিসের কাজের সময় অন্য কোনও কর্মসূচি চলবে না। এমনকি, মধ্যাহ্নভোজের বিরতিতেও কোনও কর্মসূচিতে যাওয়া চলবে না। উপযুক্ত কারণ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নির্ধারিত সময়ের আগে অফিস থেকে বেরোনো যাবে না। এবার এরই প্রতিবাদের প্রস্তুতি নিচ্ছেন সরকারি কর্মীরা।